সভ্যতার ফসিল...

কোনো একদিন হয়তো কেউ না কেউ খুঁজে পাবে আমাচয়; হয়তো ফসিল;
নয়তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্বরূপ গবেষণার সূতিকাগারে।
মায়া সভ্যতাকে খুঁজে নিয়েও কতো নিষ্ঠুর হয়েছে মানুষ(এভাবেই বিলীন হয় সভ্যতা) !
হারিয়ে যাওয়া শহরের জন্য খুঁড়ে খুঁড়ে বের করে জল,
জলের নীচে ভাঙ্গাচোরা আটলান্টিস।
এল ডোরাডোর সন্ধানে আজও কেউ না কেউ---
হয়তো একদিন আমিও কোনো এক হারিয়ে যাওয়া সভ্যতার অংশ হয়ে ফিরে আসবো ইতিহাসের ভেতর অথবা আর ফিরবোই না এন্টিক সমাজে।

হ্যামিল্টন, কানাডা
১৯ জুলাই, ২০১৮ ইং।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ