একান্ত ভালোবাসা।

উর্বশী ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ০২:৩৯:৩০অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য

"অপেক্ষায় "

বিনিদ্র রাতের নির্জনতায়,

দূর আকাশের তারায়,

খুঁজে  বেড়াই তোমার শূন্যতা।

গোলাপের কান্না দেখেছো ?

নাকি পাথরের কান্না শুনেছো?

ভালোবাসার রেনু অনুভূতিতে হয়ে উঠবে ঝংকার।

এখনো আমি অধীর অপেক্ষায় থাকি।

তোমায় ভেবে আমি রাতকে করি ভোর,

অভিমানে চলেই গেলে কোন সে অচিনপুর।

ফিরে  এসো তুমি,

সুখ সাগরে ভাসবো আমি।

মেঘ হয়ে  দূর আকাশে ভাসবো,

রোদ হয়ে মিষ্টি করে  হাসবো।

সুখ সাগরে  যাবো মিশে,

ঢেউয়ের তালে তালে  দিবানিশি।

বিবর্ণ  এই মনটা আমার,

রং্ধনুর ঐ সাতটি রং ঙে  আঁকি।

ইচ্ছে ডানার উষ্ণতায়,

শুধুই  নিরবতায়  শূন্যতায়।।

 

আমার ডাক্তার সাহেব এর  জন্মদিনের উপহার।।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ