একাকীর ট্রেন যাত্রা

ছাইরাছ হেলাল ১৯ জুলাই ২০২১, সোমবার, ০৩:৫৮:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

লেখা-জন্মের নিষিদ্ধতা নিয়ে ভাবতে বসে কখন যে
ঢুকে পড়ি অজন্তা-ইলোরার অচেনা-অজানা গুহায়,
দেয়াল দেয়ালে ঝুলে আছে অসংখ্য লিখে রাখা ছাপ চিত্র,
অলিখিত অর্ধ-লিখিত-ও;

কথা না-রাখা(কবি) হৃদয়, শেষ ট্রেনের একমাত্র যাত্রীর মত
নিঃসঙ্গ বিষণ্ণ ক্লান্তির রাত/দিনের স্তূপ ঠেলে ফেলে
অতি-চেনা অচেনা লেখার ইশারা/হাতছানিতে,
সব প্রতিজ্ঞা ভুলে বের হয়ে এসেছে লেখা-অভিসারে;

কথা রাখেনি/রাখে-না(কবি) তা-ও,
বেলাজ-লেখা রমণীয় কটাক্ষে সব কিছু ভুলে
অযত্ন ভাব নিয়ে রিমিকঝিমিক জ্যোৎস্নার মত
হামলে পড়ে, আকণ্ঠ তৃষ্ণার অতৃপ্ত জ্বালা নিয়ে;

বরাবরের মত আবার-ও হারিয়ে যায় (কবি),
অচেনা-অজানা অজন্তা-ইলোরার গুহাচিত্রের লেখায়
নীল শরীরী নগ্ন অভিসার যাত্রায়।

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ