আমারা দেখি অর্জুন কে দেখা মাত্র চিত্রাঙ্গদার নারী সত্তা উন্মোচিত হয়, প্রেম হয়, বাচ্চা হয়…..........................................(যদি আমি বুঝে থাকি),

নিঃসঙ্গ স্বদেশের চরিত্রটি একটি পুরুষের, যে প্রবল সুস্থতা ও অক্লান্ত হৃদয়ে নানান কিছু
করে-টরে বেড়ায়, তা বেড়াক, সমস্যা নেই, কিন্তু প্রবল সমস্যা হঠাৎ করেই তৈরি হয়ে যায়।

রাত্রিবেশি আর্য রমনী (ফর্সা, ব্লন্ড, কোকড়া চুল) সে এসে হঠাৎ হানা দেয়, এক পর্যায়ে
শরীরের স্পর্শকাতর স্থান সমুহ দেখায় ও ছোঁয়ায়, তাতে সে পুরুষটির মানবীয় সত্তা অনুভুতি হয়, সুখ-দুঃখ-হাসি-কান্না-জ্বালা-যন্ত্রণার অনুভব তৈরি হয়,
যাকে আরোগ্যহীন অসুখ বলা হয়েছে,
নিঃসঙ্গ স্বদেশ বলতে পুরুষটি নিজেকে বোঝাতে চেয়েছে;

একটি প্রায় ভুল পরিমার্জনা বলে অনুগ্রহ করে ধর নিন,

ভাল ল্যাখা কবে যে ল্যাকমু কে জানে!!

---------------------------------------------------

নিঃসঙ্গ স্বদেশে

আকণ্ঠ নিঃসঙ্গতা পানে মুখিয়ে থেকে
অরণ্যোদ্ধত হয়ে হল্লায় মেতেছি,
কনকনে সুন্দরতম শূন্যতার মুখরা মৌমাছির বেশে
ফুলে ফুলে ফুলমধু নিয়েছি,
ঝড়ঝঞ্ঝায় খালি-পা নিয়ে হেঁটে গেছি
জলাজঙ্গল-মরুভূমি-পাহাড়-পর্বতের তুষার চুড়োয়,
অভাবী স্বভাব নিয়ে বাঘের সওয়ারী করেছি
আত্মহত্যাকে কাঁচকলা দেখিয়ে বাঘের দুধ খুঁজেছি,
বর্ষাজোয়ারে উজিয়েছি কত কত খাল-নদী
এ আমার পূত আগুনে পড়ানো সুস্থ অসুস্থতা, অক্লান্ত হৃদপিণ্ডে;

আচমকা আর্য রূপসীর বেশে রাত্রি এলো
যাদুকাঠি ছুঁইয়ে স্বাস্থ্যবান শরীরী আগুন ঢেলে
স্পর্শমণি আর রক্তপদ্ম মেলে দিলো;

আমার সাধের একান্ত প্রাণের স্বাধীন নিঃসঙ্গ স্বদেশ!!
অসম্ভব পীড়িত হলো, জবুথবু আনারোগ্যতায়;

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ