একটু দাঁড়াই

ছাইরাছ হেলাল ১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার, ০১:০৯:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৫ মন্তব্য

বই
বরেণ্য
অনুগ্রহ করুন,
শুধু একবার-ই বলুন,
রকমারিতে দু’টো বই ই
পাব কিনা, হ্যাঁ কিম্বা না-তে-ই;
জানতে চাই।

***************************************************

সবুজের অরণ্য

সোনালী সূর্য হাসুক
প্রভাত-দিগন্তের পুরোটা বুক জুড়ে,
বুকে জড়িয়ে;
পাখিরা মেলুক বিস্তর ডানা
ওই –ই বিঘৎ অরণ্যের সবুজে।

*************************************************

পাতা কুড়োনি

ঝরাপাতা কুড়োবে! একদম সাফ –সূরত হয়ে যাবে!
তা বেজায় উঁচু বেড়া পেরুলে কী করে তাই ভাবছি,
ঝেরে-পুছে নিয়ে যাও, মানা নেই,
ঝাড়ুটি কিন্তু রেখে যেও মনে করে, যত্ন করে,

**************************************************************

জল চাই একটুখানি

চৈতী কৃষকের হাপিত্যেশ
জল চাই, একটু জল,
উষ্ণতায় সামান্য হলেও,
বীজ পুঁতব;
দু’এক ফোটা হলেই সই,
ভালোবেসে,

0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ