একটুও তাড়া নেই

ছাইরাছ হেলাল ২০ এপ্রিল ২০২০, সোমবার, ১১:৫৬:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

(আমার)কোন তাড়া নেই, ভালোবাসার!
ভালোবাসা দেয়া-নেয়ার, মরে যাওয়ার-ও,
উত্তেজনা নেই, দেখিয়ে দেয়ার, দেখে নেয়ার;

জরুরী দুয়েকটা কাজ হেলা-ফেলায় ফেলে রেখে
রুদ্রতা ঢেকে স্ত্রৈণ হবো, দারুণ লজ্জা-অভিমানী
ছোট ছোট নূতন নূতন দ্বিধার ঝিনুক কুড়বো,
অন্ধকারের দু-পায়ে পা-রেখে এন্তার গল্প শুনবো;

এক হরিয়ালী দুপুরে এই আলপথ বেয়ে কেউ একজন
হেঁটে হেঁটে ফিরেছিল আবৃত্তির সহযাত্রী হয়ে,
রোদ-ঘাম আর বৃষ্টিতে ভিজতে ভিজতে
মরু প্রবণতায় দাঁড়িয়ে থাকতে মন্দ লাগে না;
একদম তাড়া নেই।

অনুসরণীয় অনুকরণে হঠাৎ হঠাৎ অনন্যোপায়তার
ভাব নিয়ে, শরীরী রেখায় হাওয়া লাগিয়ে একফোঁটা
বৃষ্টি ছুড়বো, বিদ্যুৎ মেঘের আড়াল নিয়ে;

এই অনিশ্চিত-নিশ্চিত মন্দায় কোন-ই তাড়া নেই।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ