একটি মজার গল্প ।

প্রযুক্তির অনেক উন্নতি হওয়ার দরুন মোবাইলের মত মানুষের ও মেমরী ও আপডেট করা সম্ভব হচ্ছে ।

এখন আর মানুষ এত পড়াশুনা করে না । প্রয়োজন মত মেমরী কিনে লাগিয়ে নেয় ।

তেমনি কারনে এক লোক গেছেন মেমোরী কিনতে । নিজের সাধ্যমত মেমরী কিনবেন এই আশায় ।

দোকানে কাচের মধ্যে সাজানো বিভিন্ন দামের এবং মানের মেমরী ।

বিজ্ঞানীদের মেমরী মাত্র একশ ডলার ।
ডাক্তার ইঞ্জিনিয়ারদের মেমরী তিনশ ডলার ।
রাজনীতিবিদ দের মেমরী একহাজার ডলার ।

লোকটা বেজায় সমস্যায় পড়লেন বিজ্ঞানীদের মেমরী এত কম দাম আবার রাজনীতিবিদ দের মেমরী এত দাম কেন ?

এবারে তিনি কোম্পানির হেল্পলাইনে গেলেন ব্যাপারটা খোলসা করে জানার জন্য ।

বিজ্ঞানী দের মেমরী দাম সবচেয়ে কম কারণ এরা সারাজীবন গবেষণা করতে করতে মেমরি প্রায় সবটুকুই শেষ করে ফেলেছেন সুতরাং ওটা আপনি বেশীদিন ব্যাবহার করতে পারবেন না ।

ডাক্তার ইঞ্জিনিয়ার , এরা জীবনভর পড়াশোনা আর কাজ নিয়েই পড়েছিলেন তাই মেমরির প্রায় অর্ধেক শেষ করে ফেলেছেন তাই দাম মধ্য মানের ।

আর রাজনীতি বিদ এদের মেমরীর দাম এত বেশী কেন ?

সহজ হিসাব স্যার এরা নিজের মেমরির এক পারসেন্ট ও ব্যবহার করেছে কিনা সন্দেহ আছে । মেমরি একবারে ইনটেক । তাই দাম তো বেশী হবেই ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ