একটি প্রস্তাবনাঃ সকলের মতামত চাই।

নীলকন্ঠ জয় ১৪ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১১:৩২:১১অপরাহ্ন বিবিধ ৬৬ মন্তব্য

একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার কাছে কি "সোনেলা" শুধুই একটি ব্লগ? নাকি একটি পরিবার, একটি ভালোবাসা?

আশা করি সকলের কাছ থেকে উত্তর পাবো।

এবার আসি মূল প্রসঙ্গে। সোনেলা ব্লগের যাত্রা শুরু খুব বেশি দিন নয়। কিন্তু ব্লগার এবং পাঠকদের কাছে এই ব্লগটি অতি অল্প সময়েই ব্যাপক সাড়া পেয়েছে। যা নবীন একটি ব্লগের জন্য ঈর্ষনীয় সাফল্য। এই সাফল্যের নেপথ্যের কারিগরদের জানাই আন্তরিক অভিনন্দন। সাথে সাথে সকল ব্লগারদের সোনেলার সাথে থাকার জন্য, সোনেলার পথ চলার সঙ্গী হওয়ার জন্য জানাই সাধুবাদ।

আড্ডা দিতে আমরা কে না ভালোবাসি? কিন্তু সেই আড্ডাটা যদি হয় সোনেলায়? কেমন হবে?

আমাদের প্রিয় সোনেলা ব্লগে সাপ্তাহিক "সোনেলা আড্ডা" নামে একটি পর্ব আয়োজন করতে চাই। যেখানে আড্ডার সাপ্তাহিক বিষয়বস্তু উল্লেখ থাকবে। আড্ডা শুরু হবে সপ্তাহের শুরুতে। চলবে সপ্তাহ জুড়ে/ নির্দিষ্ট দিনব্যাপী। আড্ডার বিষয়বস্তু হবে খুব সহজ। হয়তো এমন কোন বিষয় যেগুলো নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে কিংবা হয়েছে/ এমন কোনও প্রশ্ন যার উত্তর নিয়ে এখনও দ্বন্দ আছে/ নিজেদের ভালো-লাগা,মন্দ-লাগা ইত্যাদি সবকিছুই।

এর ফলে নিজেদের মাঝে সম্পর্কটা আরোও গভীর হবে। নিজেদের জানাশোনাটাও বাড়বে। একটি পরিবারের মতই সোনেলা এগিয়ে চলুক ভালোবাসার দ্বীপ জ্বালিয়ে, বন্ধুত্বের জয়গান গেয়ে।

সোনেলা আড্ডা নিয়ে কয়েকটি কথাঃ
১/ আড্ডার বিষয়বস্তু হবে শিক্ষণীয়। মজার মজার হাস্যরসাত্মক বিষয় নিয়েও আড্ডা হতে পারে মাঝে মাঝে।
২/ আলোচনা-সমালোচনার মাঝে ব্যক্তিগত মতপার্থক্য যুক্তির মাধ্যমে তুলে ধরতে হবে এবং যুক্তি দ্বারাই যুক্তি খন্ডন করতে হবে।
৩/ কোন রাজনৈতিক বিষয়, স্বাধীনতা পরিপন্থী এবং দেশ বিরোধী আলোচনা এখানে স্থান পাবে না।

কয়েকটি উদাহরণঃ
* আপনি আপনার মা'কে কোন বিশেষণে বিশেষায়িত করবেন?
* বারমুডা ট্রায়াঙ্গেল কি আদ্যোও সত্য্ নাকি কল্পকাহিনী?
* আপনার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থান কোনটি?
* বিজ্ঞান আর ধর্মের মূল পার্থক্য কোথায়?
* ভালোবাসার মানুষটিকে দেওয়া প্রথম উপহার হিসেবে আপনি কি দিবেন?
* আপনার পড়া শ্রেষ্ঠ উপন্যাস/ গল্প কোনটি? বিস্তারিত বলুন... ইত্যাদি ইত্যাদি।

এছাড়া প্রতি মাসে "সোনেলায় প্রিয়মুখ" নামক পর্বে একজন ব্লগারের সাথে জম্পেশ আড্ডা চলবে।।

প্রস্তাব দুইটি নিয়ে সোনেলা ব্লগ আগ্রহ প্রকাশ করেছে । তবে যাদের নিয়ে সোনেলার পথচলা তাদের মতামত ছাড়া কিছুই সম্ভব নয়।

আমি একটা প্যাটার্ণ দিয়েছি। সবার উন্মুক্ত আলোচনায় আদর্শ একটি রূপরেখা পেয়ে যাবো এই পোষ্টের মাধ্যমে।

*ধন্যবাদান্তে*
~নীলকন্ঠ জয়।

0 Shares

৬৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ