একটি নকশিকাঁথা

ছাইরাছ হেলাল ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৩:০১:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

নকশি-কাঁথায় লেখা থাকে
সূচ-শ্রমের অকাট্য নীরব ইতিহাস;
রক্তাক্ত হাত-ছাপ,
ফোঁটা ফোঁটা ঘামের দাগ,
কুয়াশার মুখ-ছায়া;
অযত্নে অদৃশ্য অমোচনীয় সূচ্যগ্রে।

দারুণ ওমে, নিপাট ঘুম,
হা-করা মুখে, মুখ বুজে, নাক ডেকে।

জীবনের শেকলের টানে সময়ের নদীতে
কাঁদছে কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে,
অবশ স্নায়ুতে বুকের চাপা দোহে, অট্ট-হাসিতে,
আক্ষেপে, ঘাম-গরমে ত্যাঁদড়দের ভীড়ে;

আজন্ম নির্ঘুম জেগে থাকা
এক নকশি-কাঁথা, এ সোনেলা;

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ