একজন কুবির জন্ম দিনে

ছাইরাছ হেলাল ২৬ অক্টোবর ২০১৬, বুধবার, ০৯:৫৩:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

কী করে কেমন করে চুল ওয়ালা চকচকে টাক আরও তৈলাক্ত হলো আজ সে গল্প অবান্তর! তাই বলে নেহাৎ ধরি মাছ না ছুঁই পানি এমন কিন্তু না, তবে মুসাফির হালতে ছ্যাঁত করে নামিয়ে ফেলব সে সক্ষমতা নেই ই। তাই বলে নিশপিশে হাত গুটিয়ে রাখব!
কভি নেহি কভি নেহি,
আসলে একজন কুবি আরও ধাড়ী হয়ে গেল তা ভাবতেই হিমস্রোত শিরদাঁড়া ছুঁয়ে যায়,
সে যাক, আজ হুলুস্থুল দিবসে ফয়ফূর্তি কাম্য, আগুপিছু খুব করেই বাদ,

আসলে কবিতার মত দুর্বোধ্য আবজাব লেখা সে কী ভাবে ভালোবেসে ফেলেছে তা এখনো
গভীর গোপন, শুধু তাই নই! সে পণ করে বসে আছে কুবি সে হবেই! তবে সে কাঁচকলা তাঁর ভাগ্য বারাবর ঝুলে থাকতে থাকতে শিকা ছিঁড়বে কী না কে জানে।
উহ সে কী প্রাণান্তকর প্রচেষ্টা! দেখলেও পালিয়ে বাঁচতে ইচ্ছে করে।

আজ এই অদিনের অবেলায় কুবির ড্যাসতম জন্মদিনে তাঁর কুস্বাস্থ্য কামনা করি।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ