এই ঘাস যদি হয় বুক তোমার

রিতু জাহান ২৩ মার্চ ২০১৬, বুধবার, ০৮:৩০:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

12443133_790945851010495_218979136_n
সূর্য তার আলোর গোধূলির পর্দা নামাবে রক্তিম আভা নিয়ে
পাখিরা তাদের ডানাগুলো ভাজ করে বিশ্রামে যাবে
চাঁদ অলস সময় কাটাবে দিবে না জোছনা ঢেলে,
নিকষ কালো অন্ধকারে ভরে দেবে রজনি
জোনাকিরা জড় হয়ে তখন আলো জেলে দিবে
তন্দ্রা কোমল নয়নে চেয়ে রব পাখির নীড়ে।

কপোত কপোতী আলিঙ্গনাবদ্ধ বাহু,
পাখায় পাখায় জড়ানো ঠোঁটে ঠোঁটে মিলন দেখব বলে,
আর ঐ শান্ত শীতল নিরবতার মাঝখানে সাজাব আমার কল্পনা
সেখানে রাখব সব আমার সুকোমল বিনোদন
জোনাকির আলোয় রাতের মুগ্ধ বাতাসে গায়ে মাখব সু উষ্ম প্রেম।

অলস আবেশে ঝিমাব ঘাসের বুকে
হৃদয় মাঝে তখন আমার ফুলের গন্ধ ভরা,জোনাকির আলোর খেলা,
শান্ত গভীর অলস আবেশে ঘটাবে না কেউ ব্যাঘাত
ঠান্ডা এই ঘাসের মাদুর,ঠিক তোমার বুকের মতো।

অলস মেঘের হিংসা দেখ, হঠাৎ জড়ো হয়ে ভিজাতে চায় আমায়
কিন্তু জাগব না আমি, মেলব না এই দু নয়ন!
রাতের স্বপন আমার এখনও বাকি,
প্রেমের উষ্ণতা নিতে এখনও বাকি,
ভিড় করে আছে দু নয়নে রঙ্গিন দিনের স্বপন।

আমার খাঁটি ভালবাসা! এই উষ্ণ প্রেম, অনুভবে জীবিত করবে এই সময়,
ঘাসের শিশির বিন্দুর মত, আমার চোখের কোণায় জমে আছে দেখ, এক মুক্ত জলের বিন্দু
এ জলের বিন্দু তোমার লোমশ বুক ভিজাইনি কখনো।

তাই তুমি জানতেও চাওনি, তোমার জীবনের মেঘগুলো,
আমার জীবনের বসন্ত গুলি হঠাৎ মেঘে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে।
আমি চিৎকার করলাম, সরে যাও
আমি সকল প্রতিদ্বন্দ্বীকে ব্যর্থ করে, তোমায় পরাব আমার প্রেমের মুকুট
না , না, না, আমি নই তো এই প্রেমের খেলার প্রতিদ্বন্দ্বী
আমি তো আমার প্রেমের রাজ্যের সম্রাজ্ঞি,
আমিই রানী।

** আমি নাকি প্রেমই বুঝি না।কি সব সারাদিন প্রেমহীন পোষ্ট আমার! তাই আজ বিকালে লিখে ফেললাম তোমার ভাবনায়।

 

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ