উল্টো লাফ

আলমগীর সরকার লিটন ১৪ মে ২০২২, শনিবার, ১১:০১:৪৮পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

জলে তীব্র সাঁতার শিখা হচ্ছে!
চারপাশ এখন পাকা পোক্ত সাঁতারু;
ঢেউ ভাঙ্গাবে, সাগরে ঝাঁপ দিলে-
ডাঙ্গা য় খেলা হবে- যত সব খেলা!
দিবাস্বপ্ন এখন মুখরিত আকাশ মাটি
ভূমি কম্পনের আতঙ্ক শুধু কান ভারি।
তবু সাঁতার শিখা বড়ই মুশকিল ঘাট নাই
পুকুর নাই জলের ঢোলও নাই একতারাই
বাজাব; নিজের সাগরে নিজেই দেই ঝাঁপ-
পাড়াপড়শী দেখে পাচায় লাথি উল্টো লাফ।

৩১বৈশাখ ১৪২৯, ১৪ মে ২২

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ