উল্কি-আঁকা চাঁদ

ছাইরাছ হেলাল ২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৫:৪৭:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

পাশে পাশে হেঁটে-যাওয়া মধ্য-বয়স
ধাঁ-ধাঁ-র কালস্রোত হয়ে ঝুলে থাকতে চায় না,
অলক্ষ্য-কে বিনিময় করে নিত্য-নূতনের অভিপ্রায়;
এক চিমটি আগুনের বিনিময় বুঝে নিয়েছে
উল্কি আঁকা আস্ত-মস্ত কুমারী চাঁদ।

এই দেখ, গাঁটের কড়িতে
হাতে নিয়েছে পুনর্জীবিত দারুণ চাবি,
ইচ্ছে হলেই খুলে ফেলতে পারে নবীন-নবীন তালা
যখন তখন,সরব প্রতিযোগিতা করে।
বরফ দেশ, গহীন জঙ্গল, গুহা বা হিমালয়ের চুড়া,
তাঁবু ফেলতে পারে ইচ্ছে হলেই।

শুধু আত্মঘাতী চোখের ঘুঙ্গুর-নাচ
বুঝতে/দেখতে/শুনতে পারে না,
ঈর্ষা-হীন সূক্ষ্ম বিশুদ্ধতার উষ্ণ শীতকাল,
আঁটসাঁট গ্রীষ্ম শেষে অঝোর বর্ষণ-বন্ধন কেটে
আঁটকে পড়া হতভাগ্য এস্কিমো-রাত,
অব্যর্থ দংশন বিষ, জল মেশানো দুধ, সমুদ্রের জলশূন্যতা;

শুধু দেয়ালে আঁকা মৃত্যু পরোয়ানার বিবস্ত্র-গ্রাফিতি
মুছে ফেলতে পারে না।

ছবি নেটের।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ