ঈদ ফ্যাশন ও রুপসজ্জা -২

সিনথিয়া খোন্দকার ২৮ জুলাই ২০১৪, সোমবার, ০৯:২৩:০৬অপরাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

ঈদ মানে নাকি খুশি। কিন্তু আসলে ঈদ কারো কারো জন্য গাঁজাখুরি চাপা মাইরা টুপাইস এদিক ওদিক করার উপলক্ষ। তেমনি একজনের কাছে আজ আমরা ঈদের দিনে আপনার সাজগোজ নিয়ে পরামর্শ চেয়েছি। ঈদের দিন কিভাবে আপনি খুব সহজেই নিজেকে "সবার থেকে আলেধা" বানাতে পারবেন সেই কথাই জানাচ্ছেন বিশিষ্ট দেশপ্রেমিকা, ব্যাম্বু স্পাইন যুক্ত মহিয়সী নারী ও শালীনতার অবতার ফারনাজ আলম।
ফারনাজ বলেন- ঈদের দিন সকালে অবশ্যই গোসল করবেন যাতে গত ঈদ থেকে এ পর্যন্ত যত মেকাপ আর গ্লিটার মেখেছেন তা দূর হয়ে নতুন মেকাপ লাগানোর জায়গা তৈরি হয়। তা না হলে আপনাকে মেকাপের পুরুত্বের কারনে মোটা লাগতে পারে।
ঈদের সকালে ব্যাস্ততার মাঝে ঝটপট গোসলের জন্য ফারনাজের টিপস হলো- চুল ধোয়ার পানিতে হরিতকির রস মুখ ধোয়ার পানিতে পটোলের রস, বগল ধোয়ার পানিতে তেজপাতার রস, হাত ধোয়ার পানিতে চালতার রস, পা ধোয়ার পানিতে কুমড়ার রস, নখ ধোয়ার পানিতে ঘোল এবং পশ্চাতদেশ ধোয়ার পানিতে বান্দরলাঠি ফুলের রস মিশিয়ে গোসল সেরে নিন।

সকালের সাজ হওয়া চাই খুবই স্নিগ্ধ। ফারনাজ বলেন একটি মারাত্মক স্নিগ্ধ সাজের টিপস দেয়ার কারনে গত ফেব্রুয়ারীতে একদল বাঙ্গালের বাচ্চা আমাকে হেভি পুন্দিয়েছিল। সেই সাজটি ই আপনি সকালের স্নিগ্ধ সাজ হিসেবে সাজতে পারেন। সাদা শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ, চিরন্তন বাঙ্গালী ঘরোয়া ঘোমটার বদলে দিতে পারেন মাথায় কালো হ্যাট, ভারী গয়না এড়িয়ে গলায় লাগান ম্যাচিং কালো টাই, লিপস্টিক ঠোঁট থেকে টেনে গালে লেপ্টে দিয়ে সকালের স্নিগ্ধতায় নতুন মাত্রা যোগ করতে পারেন। সাথে হাতে/ পিঠে/ কাঁধে আঁকুন উপলক্ষের সাথে মানানসই ডিজাইনের উল্কি। এক্ষেত্রে আমার প্রথম পছন্দ চান- তারা।
ঈদের দিন দুপুরের সাজের বিষয়ে ফারনাজ বলেন- এবার ঈদ হচ্ছে গরমের মধ্যে। সবার বাসায় আমার বড়লুক শশুরের মত ঘরে ঘরে এসির ব্যাবস্থা নাও থাকতে পারে। তাই ঈদের দুপুরে কাপড় যত কম পড়া যায় ততই ভাল। এ ব্যাপারে আমার পরামর্শ হল টুট টুট টুট... (সেন্সরড)

ঈদের বিকেলে বেড়াতে যাবার জন্য হাল ফ্যাশনের যেকোনও ড্রেস যেমন পাখি ড্রেস, ঘোড়া ড্রেস, কলাগাছ ড্রেস, কাঁঠাল পাতার ড্রেস ইত্যাদি পড়তে পারেন। আপনি হাল ফ্যাশনের ড্রেস কিনতে না পারলে প্রতিবাদের প্রতীক হিসেবে গলায় ফাঁসির দড়ি পড়ে ঘুরে বেড়াতে পারেন।

ঈদের রাতে আপনার সাজ হতে হবে যমকালো (জমকালো নয়), শাড়ী এখানে সেরা অপশন। গত ঈদে শর্ট শাড়ির ফ্যাশন চলছিল। এবার আপনি শর্ট শাড়ি পড়লে আপনাকে ব্যাকডেটেড দেখাবে। তাই এবার হাফ শাড়ি পড়ূন। হাফ শাড়ী কিভাবে পড়বেন তা দেখিয়েছে বিশ্ববিখ্যাত পুরানা কাপড়ের আড়ত- আড়ং।

এক পায়ে শাড়ী আর আরেক পায়ে চোষ পায়জামা পড়া আপনাকে আরো মোহনীয় করে তুলবে খোপায় গুজে দেয়া একটি লাউয়ের বিচির মালা।

সবাইকে ঈদের শুভেচ্ছা।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ