ইন সার্চ অব ভালোবাসা…

আমার মন ৭ অক্টোবর ২০১৩, সোমবার, ১২:২১:৫৫পূর্বাহ্ন বিবিধ ১০ মন্তব্য

এটা অবিশ্বাস্য নয়। বাস্তব।

ভালবাসা তুমি অচেনা হতে পারো। তুমি আমার কাছ থেকে আমাকে কেড়ে নিয়েছ। নিজেকে হারিয়ে তোমাকে খুজে পেয়েছি। যে দিকে তাকায় সেদিকে তুমি। রাস্তায় হাটঁতে বের হলে মনে হয় তুমি তাকিয়ে আমায় অনুসরণ করছো।

পড়তে বসলে মনে হয় তুমি আমার পড়ার ভূল গুলো ধরিয়ে দেয়ার জন্য পাশে বসে আছো। গাড়িতে চড়লে যেন তুমি পিছনের সিটে বসে আমাকে নজরে রাখছো। প্রতি পদে পদে শুধু তোমার চোখে চোখ পড়ে যায়।

ভালোবাসা, তুমি আমার সব কেড়ে দিলে, কিন্তু মনে রেখ -আকাশের চাঁদ, তারা ও সুর্য্য আমার রয়ে গেল। তারা তোমাকে ছাড়া নিজের মত উঠবে প্রতিনিয়ত আমার জন্য। সেটার ভাগ তুমিও পাবে আমি যে স্বার্থপর নই!

জোছনা রাতে চাঁদের আলোয় ভেসে যাওয়া,  মনে হয় তুমি আমাকে ভাসিয়ে নিচ্ছ, বৃষ্টির জলরাশির মাঝে তোমার স্পর্শ লুকিয়ে। মিটমিট করে তাকিয়ে থাকা তারার মাঝে তোমার চোখের জোত্যি!

এ সব কি হতে চলছে?

ভালোবাসা তুমি স্বার্থপর নও, তুমি হারতে জানো না, তোমার মাঝে লোভ নেই, নেই ভালোবাসাকে ভালোবাসতে কাপূর্ণ।

আচ্ছা, তোমার কি কোন সংজ্ঞা আছে? কি মানে তোমার? কে তুমি? কেন তুমি সব সময় আমাকে নজরে রাখো, কেন এভাবে অনুসরণ করো, কেন তুমি নিস্বার্থভাবে ভালোবাসাকে ভালোবাসো?

অবিশ্বাস সব কান্ড ঘটিয়ে চলছ তুমি ভালবাসা !

বি.দ্র:  ভালোবাসার খুজে 'আমার মন'এর বিক্ষিপ্ত ভাব। একান্ত মনের ভাব।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ