ধ্যান-ভঙ্গ শালিক পাখির মত উচ্চস্বরে ডেকে ডেকে
ফিরে যেতে চায় মন, ফুল-চাষ গ্রামে,
বাগান মালিকের সাথে থেকে থেকে দেখতে চায়,
শিউলি কুসুম-ফোটা, নিতে চায় তাজা সুবাস বুকে-ভরে;
বসন্ত-শীতের আবাহনে;
অ-পাহারার আনন্দ-চিত্তে, জীবনে মন্ত্র-পড়া মধু-বাতাসে,
ধীরে ধীরে গা-জুড়োতে চায়,
সোজাসুজি একটু দূরবর্তীনী/দুর্বিনীত হয়ে-ই।

প্রতীক্ষার তড়িৎ আকর্ষণে, সমবেত ডামাডোলে,
ভেসে যেতে যেতে মজে যায় কুজ্ঝটিকা-জালে,
স্বীকৃত সন্দেহার্ত-মন ডুবে, অবিশ্বাস্য
চক্র-অপব্যয়ের নকল গরিমায়;

সতৃষ্ণ হৃদয়-অস্তিত্বের আহ্লাদী কামনায়
জনম-অন্ধকারের চওড়া বাতাসে
কুহকের নীরবতায় ডুবে থাকে বিলুপ্ত বর্ণমালার মত।

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ