লুতু পুতু ধরনের এয়নরয়েড , আই ফোন তাগ করেছি ।
কাছে টেনে নিয়েছি আমার প্রিয় মোবাইল নকিয়া ১১০০ কে আবার।
যেমন খুশি তেমন করে এটি ব্যবহার করি । হাত থেকে ছিটকে ১০ ফুট দূরে ছিটকে গেলেও কোন সমস্যা নেই ।
কল আসে রিসিভ , আর কল করা , মেসেজ দেয়া , সারাক্ষণ সার্ভিস ।
জোরে জোরে টিপি নব গুলো , কিচ্ছু হয়না । একটুও রাগ নেই , অভিমান নেই। বিশ্বস্ত একজন বন্ধুর মত আচরন করে সে।

অথচ
এনরয়েড , আই ফোন ? এত আহ্লাদি এনারা , খুব সাবধানে ব্যবহার করতে হয়।
কথা বলছি , গালের ঘসায় কেটে যায় লাইন । আমার প্রিয় এই নকিয়ায় গালের খোঁচা খোঁচা দাড়ির ঘষাতেও কোন সমস্যা নেই।
আই ফোন , এনরয়েড হচ্ছে ধনীর দুলালী , ধনীর স্ত্রীর মত । সহজে মন বুঝা যায় না । এত জটিলতা এদের মাঝে । হাত দিয়ে পরে গেলেই শেষ ।

তাই প্রিয় এই সেট আবার ব্যবহার শুরু করেছি।
লাভ ইউ নকিয়া  ১১০০ (3

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ