আষাঢ়ে গল্প ( ১ )

আরজু মুক্তা ২৭ জুন ২০২১, রবিবার, ০৭:৩৬:১১অপরাহ্ন অণুগল্প ১৯ মন্তব্য

আষাঢ় মাস আমার ভালো লাগে। এই রোদ, এই ঝিরঝির বৃষ্টি। খানিক মেঘলা। কখনো একদিকে রোদ, আর একদিকে বৃষ্টি। ইদানিং আবার বিজলীর ঝলকও যোগ হয়েছে। অদ্ভুত স্বভাব এই মাসের। আবার হঠাৎ করে ভারি বৃষ্টি হলে  ঠাণ্ডা লাগে। ঠাণ্ডা গরমের লাক ভেলকি লাক খেলা চলে। ছাতা হাতে না থাকলে মরণ। একবার ঘামে ভেজা। পরক্ষণেই বৃষ্টিতে ভেজা। অনেক সময় রুটিন মানতে ভালো লাগে না। তবে, রোদ বৃষ্টির এই ভিন্নতা ভালো লাগে। এই সময়ের জ্বরটাও ব্যতিক্রম। নাক বন্ধ হয়ে আসে। চোখ জ্বালা পোড়া করে। মাথা ব্যথা হয়। জ্বর কখনো ১০৪ ডিগ্রী ; তো কখনো নেমে ৯৫ ডিগ্রি। নাপাতে কাজ হয় না। নাপা এক্সট্রা লাগে। অভিনব। জ্বরের ঘোরে আবোল তাবোল বকলে, আমি নাকি আজকাল  তোমার কথাই বলি। কি জানি ? অন্যান্য ব্যথার থেকে ঐটাও কম নয়। তোমার অনুপস্থিতি। জ্বর পোড়ায় শরীর।  আর তুমি মন।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ