আমি হবো প্রকৃতির মতো

সুপর্ণা ফাল্গুনী ১৫ মে ২০২০, শুক্রবার, ১০:২৯:৪১অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

হে নদী- তোমার আঁজলা ভরা জল-ঢেউ আমায় দাও,
আমার মন-বৈঠা যেন ভাসতে পারে সেই লহরীতে।
হে আকাশ- তোমার বিশালতা আমায় দাও,
আমার অন্তরিন্দ্রিয়ের ব্যাসার্ধ যেন ছুঁয়ে যায় তোমাতে ।
হে বৃষ্টি- তোমার বিশুদ্ধ-শীতলতা আমায় দাও,
আমার অগ্নিশোধিত চিত্ত যেন জুড়ায় হিমেল পরশে।
হে উত্তাল সাগর- তোমার গভীরতা আমায় দাও,
আমার অন্তঃকরণের গভীরতা যেন বিলীন হয় তোমাতে।

হে পবন- তোমার দূরন্তপনা, চঞ্চলতা, ব্যাকুলতা আমায় দাও,
তোমার মতো দূরন্ত, চঞ্চল হয়ে ছুটে বেড়াবো দিগন্ত থেকে দিগন্তে।
হে নির্ঝরা- তোমার অদম্যতা, দুঃসাহস আমায় দাও,
দূর্বার আকর্ষণে পতিত হতে পারি যেন মৃত্তিকার আলিঙ্গনে।
হে আদিত্য- তোমার শক্তি, উষ্ণতা আমায় দাও,
মনের ক্ষয়িষ্ণুতা, ব্যথাকে যেন রূপান্তর করতে পারি শক্তিতে।
হে বৃক্ষ- তোমার ধীরতা,স্থণুবৎ আমায় দাও,
শত কষ্ট, ঝড়-ঝঞ্ঝাটেও যেন নিশ্চল থাকতে পারি জীবনে।
হে অগ্নি- তোমার আলোক, তাপ, অগ্নিকুন্ডলী আমায় দাও,
হৃদয়ের সমস্ত জঞ্জাল,ব্যাধি, ঘৃণার্হ ছাইভস্ম করে দিতে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ