আমি যখন বাবা

সঞ্জয় কুমার ১৪ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ০১:৫০:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ছোট বাচ্চা যারা নতুন কথা বলতে শিখেছে তাদের সাথে কথা বললে আপনি অবাক না হয়ে পারবেন না ।

আমি এইভাবে শুরু করেছিলাম

তোমার নাম কি?

- রাতুল

তোমার হাত কয়টা ?

- তিনতা

তিনটা হাত তোমার ?

এক হাতে আঙুল কয়টা?

- দুইতা

চোখ ?

চোখ পাঁচটা

নাক?

দশতা ।

আমি আপনি আমরা সবাই হয়ত ছেলেবেলায় এমন ভাবেই বলতাম ।

তখন এত ক্যামেরা ভিডিও ছিল না । থাকলে হয়ত আমাদের মা বাবা সেসব স্মৃতিময় ঘটনা গুলো রেকর্ড করে রাখতেন । ।

আমি বাবা হলে আমার সন্তান কে এসব স্মৃতি থেকে বঞ্চিত করব না ।

ছেলে বা মেয়ে যাই হোক ওর বিয়েতে একটা ব্লু রে ডিক্স উপহার দেব । যেখানে ওর জন্ম থেকে বিয়ের দিন পর্যন্ত সব বিশেষ ঘটনা । প্রথম দাঁত ওঠা , কথা বলা, হাঁটতে শেখা, জন্ম দিন পালন, বিশেষ কোন সাফল্য সব কিছু একটা পর্যায় ক্রমিক ,ভাবে সাজানো থাকবে ।

আমার সেই ডিডিও টা দেখে ও ঘুরে আসতে পারবে ওর শৈশবে । নিশ্চয়ই এটা যে কারো জন্য জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া ।

সব শেষে নব দম্পতি কে আমি আশির্বাদ করব । আর বলব সামনের বছর ভিডিও ক্যামেরার পিছনে তোমাকে দেখতে চাই । তোমাদের নতুন জীবন শুভ হোক ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ