আমার রবিবার

আলমগীর সরকার লিটন ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৪:২৯:১৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

===========================
আজ রবিবার কবিতা বড় ভয়ঙ্কর
ভাষা হারিয়েছে বর্ণমালা ছিন্ন ভিন্ন
তবুও বকুলের মালা গাঁথতে চায়
এই মন বাসনায় খুঁজি মাঠেপ্রান্তর!

অথচ কবিতা রঙিন মেঘে ঘুড়ি হয়ে
সবসময় উড়ছে আর উড়ছে- এদিকে
আমার যত আতঙ্ক ঘরে বেদনার সুর;
কবিতা বোঝল না গোলাপের ঘ্রাণ!

বিলিন হলো রবিবার-শোক মিছিল শুধু
বেদনার তরে রয়ে গেলো রবিবার- মিষ্টি
মুখ তিক্ত চোখ বুঝার কিছু সন্ধ্যা- এভাবেই
থাকল ভয়ঙ্কর কবিতা আমার রবিবার।

০৫ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০
------------------------------

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ