সোনেলার ইনবক্স ম্যাসেজের সুবিধার আজ প্রথম ব্যবহার করলাম। বুঝতে পারছি না এটি কার্যকর কিনা। নিয়মিত যারা সোনেলায় পোষ্ট দেন এবং মন্তব্য করেন, সবাইকে ম্যাসেজ দিলাম। কে পেয়েছেন, কে পাননি মন্তব্যে জানান প্লিজ। এটি কার্যকর থাকলে ভালোই হয়, আমরা একে অপরের লেখা নিয়ে আলোচনা করতে পারবো। যে কোন উৎসবে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারবো।

মেসেজ অপশনে কিভাবে যাবেন ? উপরে বাম পাশে আপনার নিয়ন্ত্রন কক্ষে ক্লিক করুন ।

 

এই পেইজটি আসবে। এখানে আপনার কোন ম্যাসেজ থাকলে ইনবক্সে ক্লিক করুন। কাউকে মেসেজ দিতে হলে মেসেজ লিখুন এ ক্লিক করুন ।

 

মেসেজ লিখুন এ ক্লিক করার পরে নীচের পেইজ আসবে। এখানে প্রাপক সিলেক্ট করুন। এক বা একাধিক প্রাপক সিলেক্ট করা যাবে। বিষয় লিখুন । মেসেজের বডিতে মেসেজ লিখে ম্যাসেজ পাঠান এ ক্লিক করুন। কাজ আপাতত শেষ।
হ্যাপি ব্লগিং 🙂

 

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ