আমার মা

সালমা আক্তার মনি ২২ আগস্ট ২০১৬, সোমবার, ১০:৫৭:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

আজ বড় কষ্টের দিন
১৯৮৮ সালের ২২ আগষ্ট,অন্যান্য দিন গুলোর মতোই শুরু হয়েছিল দিনটি ৷ কে জানতো দুপুর না গড়াতেই আমার জীবনটা এক্কেবারে বদলে যাবে , লন্ডভন্ড হয়ে যাবে ৷ প্রতিদিনের মতোই মা ভোরে উঠে নামাজ পড়ে নিজের ফাইলপত্র নিয়ে বসেছিলেন ৷ আমরা ভাই বোনরা ঘুম থেকে উঠলে স্কুলে যাওয়ার আগে কেন জানি মা সেদিন আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন ৷ সচরাচর এমনটা পেতাম না আমরা মাকে, কারন তিনি তো শুধু আমাদেরই মা ছিলেন না বরং যশোরের আপামর জন সাধারণ মানুষের প্রিয় "মীনা আপা" ছিলেন যে তিনিই ৷
স্বাধীনতা যুদ্ধে সক্রিয় মুক্তিযোদ্ধা একাধারে রাজনীতিবিদ , শিক্ষাবিদ, সাংবাদিক ,সমাজসেবক মা আমার মাত্র ৪১ বছর বয়সে খাঁজা বেগম সেলিমা খাতুন-মীনা থেকে যশোরের আবাল বৃদ্ধ বনিতার কাছে শুধুই "মীনা আপা " হয়ে ওঠা স্বাধীনতা উত্তর ১৮ বছর বয়সের বাংলাদেশে মোটেও সহজ ছিলনা ৷ কর্মময় জীবনের প্রতিটা মুহুর্তই ছিল মানুষের জন্য উৎসর্গকৃত ৷

বলছিলাম ২২ শে আগষ্টের কথা , বলা নেই কওয়া নেই হুট করে বক্তৃতারত অবস্থায় ঘাড়ের শিরা ছিড়ে মা আমার চলে গেলেন না ফেরার দেশে ৷ মুহুর্তে বদলে গেল আমাদের জীবন ৷

এইতো কিছুদিন আগে আমার স্কুলের বন্ধু ইমরান কায়েস এসেছিল আমার বাসায় , অনেক বছর পর দেখা তাই আমার মেয়েরা চিনতো না৷ মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিতেই বন্ধু আমার মেয়েদের বললো "তোমরা কি জানো তোমার নানী মারা যাওয়ার আগে তোমার মা রাজকুমারী ছিলো"৷ স্কুলের বন্ধুর কাছে রাজকুমারীর সংগা কি আমার জানা নেই, তবে সব মায়ের কাছেই তার সন্তানরা রাজকুমারী /রাজপুত্রই ৷

মাগো তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর তোমার ছোট্ট রাজকুমারীকে কি কঠিন পৃথিবীর সামনে দাড়াতে হয়েছে ? কি কঠিন সংগ্রাম করতে হয়েছে ? অভিযোগ করছি না মা, আমি নিশ্চিত জানি যদি যাওয়াটা তোমার ইচ্ছাধীন হতো তাহলে তুমি কিছুতেই যেতে না মা ৷ কোন মাই যেতনা ৷

  1. ২২ শে আগষ্ট তুমি চলে গেছো না ফেরার দেশে , আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তোমাকে বেহেস্তের সুন্দরতম এবং শান্তিময় স্থানে অধিষ্ঠিত করে ৷ আমার মা তার সমস্ত জীবন মানুষের সেবায় কাটিয়েছিলেন , সবাই আমার মায়ের জ্ন্য দোয়া করবেন৷
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ