আমার মানুষসমগ্র

নাজমুল হুদা ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:০৫:৪৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

এক সময় নজরে থাকত হাইব্রিড স্বপ্ন;

হৃৎস্পন্দনে লোভের মতো বীজতলা
ইচ্ছা চাষে রোপন করতাম আমরা
মানুষ হয়ে এক মানুষের উন্নত স্পর্শ।

দিনেদিনে সেই স্পর্শতার ফলনে

অগচ্ছিত সব ভাবনা ; ভুলক্রমে-
মানুষের ইচ্ছা থাকে
মানুষের চাহিদা থাকে
মানুষের লোভ থাকে
মানুষের শরীর থাকে
পৃথিবী গুদামজাত খায়েশের প্রক্রিয়ায়
মানুষ এক ব্যাধির মতো অদৃশ্য উপসর্গ
মানুষ সয়ে গেছে নিঃসঙ্গ ঈশ্বরের মতো।
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ