আমার ‘বু’ ভাবনা

বনলতা সেন ১১ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৪:৪০:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

হারিয়ে যেতে পারলি?
কোন মন্ত্র বলে ফিরে এলি?বলতে পারবি?
কোন্‌ কষ্ট পেয়ে চলে গেলি?চলে গিয়ে কষ্ট দিলি?বলতে পারবি?
নড়নড়ে কাচে আড়াল পেলি?বলতো দেখি?
বাঁশ নয়,কঠিন পাথরে মাথা ফাটাব,মনে রাখিস।

সত্যি করে বলনা? হৃদয়ে এফোঁড়-ওফোঁড় করে কী শান্তি পাস্‌?
হৃৎপিণ্ড ছিঁড়ে দিয়ে দেব,যদি চাস্‌,বিনিময়ে ভাল থেকে ভাল রাখ্‌।
গুণ্ডি হামটি-ডামটি নাছরিন!ফের যদি হস্‌ ও মুখো,খবর আছে কিন্তু।
জানিয়ে দিচ্ছি আগাম।

হৃদফাগুনে তোর কাছে আসি,বসি তোর ছায়ে
হৃদঝড়-বৃষ্টিতে ও আসি তোর কাছে ঝাঁক বেঁধে,
ঝড়ো ঝড়ে রাখি মাথা তোরই কাঁধে
তুই তাও জানিস্‌।

বিমর্ষ ধোয়ায় আত্মিয়হীনতার ভীড়ে নৌকা বাঁধি তোর ঘাটে,
পুঞ্জীভূত সহস্রাব্দের বেদনায় চোখ মেলি তোর চোখে,
খুশির ফানুস ওড়াই তো্র ই আকাশে,
চাই না পদ্মের লাল নীল সবুজ,চাই না সোনালী আকাশ
শুধু তোকে পেলে।

আত্মঘাতী ভুঁইফোড় নিরন্ন বিষণ্ণতার রাক্ষস মুখে জ্বলন্ত ছাই ফেলে
চাঁদ মুখের হাসি নিয়ে সোনার প্রতিমা হয়ে থাক্‌,
সব উৎসবানন্দের দুঃখানন্দেও আনন্দ-ভৈরবী বাজুক তোর হৃদয়ে।

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ