আমাকে দিয়ে কিচ্ছু হবে না

সুপর্ণা ফাল্গুনী ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:৫৪:৩৮অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

আমাকে দিয়ে কিচ্ছু হবে না-
না হবে ঘর-কন্যার কাজ ,
না হবে সংসার-ধর্ম।
স্বামীর সেবা, সন্তান লালন-পালন,
বাজার সদাই কিচ্ছু হবেনা আমাকে দিয়ে।
আমাকে দিয়ে কিচ্ছু হবে না-
মঞ্চ, টিভি, সিনেমায় অভিনয়!! না তাও হবেনা।
আমিতো জীবন মঞ্চেই অভিনয় পারিনা।
পারিনা মিথ্যার ফুলঝুরি ফোটাতে
ঠোঁটের আঙ্গিনায়।

রঙ মেখে সঙ সেজে ঢং করতে-
তাও আমাকে দিয়ে হবেনা।
গল্পের পর গল্প সাজিয়ে ইতিহাস গড়তে- তাও পারিনা।
না-পারি কবিতার কাব্যিকতায় সহস্র
পাঠক-হৃদয় ভরাতে।
মুখগহ্বরে রসগোল্লার তীব্র রসে
কারো হৃদয় ভিজাতে পারিনা।
বুকের কাঁপনে কারো জীবনে ঝড় ওঠাতে পারিনা।
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।

না পারি মুখ খিচিয়ে খিস্তিখেউর করে
কারো চৌদ্দপুরুষ স্বর্গে পৌঁছাতে।
না-পারি কাঙ্খিত পুরুষের শার্টের কলার টেনে
নিবিড় আলিঙ্গনে কম্পিত ঠোঁটের উষ্ণতায়
নিজের বুকে পিষে ফেলতে।
আমি কিচ্ছু পারিনা।
জরায়ুতে দশমাস দশদিন সন্তান ধারণ করতে পারিনা।
না পারি পিতা-মাতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে।
না-পারি শরৎবাবুর দেবুর পারু হতে,
না-পারি রবি ঠাকুরের শেষের কবিতার লাবণ্য ভাবতে।

পারিনা কারো স্বপ্নের রাজকন্যা হতে।
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
পারিনা মালি হয়ে কারো বাগানে ফুল ফোটাতে ।
পারিনা কারো ঘরের লক্ষ্মীবধূ হতে।
না পারি কারো মনের আসনে চিরবসত গড়তে।
সবাই বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না;
আমিও বলি-হাজার নয় লক্ষ বার-
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
সত্যি বলছি আমাকে দিয়ে কিচ্ছু হবে না।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ