আজ যদি …..

আগুন রঙের শিমুল ১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৩:০৫:২৬পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

ধরো আজ যদি অর্ধেক রাত্তিরে ঘুম ভেঙে যায়,
নিজের মুখোমোখি হও যদি নিজেই; অনাবধানে।
আজ যদি হঠাৎ করেই দেখো তোমার ছায়াও তোমার সাথে নেই।

ধরো আজ যদি শুন্যে মিলাতে গিয়েও
একটু থেমে কোন একটা বেয়ারা বকুল ঘ্রাণ
তোমাকে জিজ্ঞেস করে কেমন আছো হে ?
ধরো আজ যদি কোন একটা স্মৃতিময় বাউড়ি বাতাস এসে
অন্যমনে দোলায় তোমায়, কি জবাব দেবে ?

ধরো আজ যদি , এ নদী থেকে সে নদীতে
ডুবে যেতে যেতে , ডুবে যেতে যেতে
বিবাগী জল তোমার অশ্রু ধুয়ে দিতে চায়
কি জবাব দেবে ?

আজ যদি তোমাকে নির্নিমেষ দেখে তরুন পাতারা
আজ যদি তোমাকে ছুঁতে চায় উতল ধুসর মেঘ
আজ যদি মাঠের মধ্যে বিছিয়ে থাকা ঘাস তোমাকে ডেকে বলে
শরীর বিছিয়ে দেবেনা, হাটবেনা শিশির মেখে পায় ?
কি জবাব দেবে ?

আজ যদি আমাকে জিজ্ঞেস করো, কেমন আছো ?
আমি অম্লান হেসে বলতে পারি
বহুদিন পরে আজ নিজের উপর চোখ পরেছে আমার
সময় পেয়েছি ফের নিজেকে দেখার
এবং দেখছি ভাঙা আয়নায় সময়ও।
মাঝখানে নিয়তি প্রস্তত, মাঝেমধ্যেই বিদ্যুতছটা ঘটন অঘটন
মেঘের উত্থান সোনালী প্রান্তরেখা, বৃষ্টিতে ধুয়েমুছে সব রঙ উধাও

কিন্ত আজ যদি আমাকে জিজ্ঞেস করো,
বাকিটা জীবন নিয়ে কি করবে ?
আমি বরং মুচকি হেসে এড়িয়েই যাবো ।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ