আগুন চোখের আড়ি

ছাইরাছ হেলাল ২৮ জুন ২০১৮, বৃহস্পতিবার, ০৫:২৬:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

দূর-দিগন্তে হা হয়ে দাঁড়িয়ে,
উত্তাল-উদ্দীপ্ত-উত্তপ্ত জোয়ার-সমুদ্র মেলে ধরে
থেকে থেকে চোখাতে হবে না বর্ষাসৌরভে মেতে মেতে,
স্বপ্ন-মগ্ন-চৈতন্য অ-চৈতন্যের আকাশ-বাড়ীতে;
শব্দ-নৈশব্দের বেড়াজাল ডিঙ্গিয়ে;

রাত্রিকে ডেকে বলি
দ্বিধার-পর্বতে মাথা না-কুটে
কাছে-তো আসো, বসো, বসি মুখোমুখি,
না-বলা-কথায় কথা বলি, কথকথা বলি,
যাচ্ছোতো বেশ অবেলায়! খুবই ভীষণ তড়িঘড়ি বুঝি!

চোখ মেলে ধরে, চোখ বন্ধ করে,
চোখে চোখ ফেলে, অনুপল-অনুক্ষণ-সারাক্ষন বসে থাকতে রাজি আছি,
কথায় কথায় হা-হা হি-হি, সতেজ লেবু-গন্ধা মাখামাখি,
ধুন ধরে বসে থাকা! তাতেও রাজি,
না-বলা বলায় গভীর যত গপ-শপ, যদি চাও আরও কিছু! তাও মানি;
শেষমেশ শর্ত শুধু একটি, একটি-ই,
শেখাতে হবে অব্যর্থ ‘এছমে আজম’ অবশ্যই;

এ কিন্তু বড্ড ভীষণ বাড়াবাড়ি,

বেশুমার জ্বলন্ত-আগুন-উজ্জ্বল চোখ ছুঁড়ে বলে
দিলাম তোমায় জনম-জনম আড়ি;

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ