আগমনী-বার্তা

সুপর্ণা ফাল্গুনী ১৭ অক্টোবর ২০২০, শনিবার, ১২:০০:১৩পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

আকাশে বাতাসে ভাসছে মায়ের ত্রিনয়নী চিত্রালী,

মানসলোকে কৈলাসের জলছবি করেছে মিতালী।

শরতের ঝুঁটিতে পেঁজা তুলোর মেঘবালিকা ,

হাওড়-বিলের সন্তরণে পদ্ম-শালুক দুলছে আত্নভোলা।

টিয়া রঙের শাড়িতে কলাবউ ঘোমটা তুলে নৃত্যরত,

চিকন ঘাসের ডগায় ঘাসফড়িং খেলছে অবিরত।

সফেদ শিউলি গৈরিক বসনে সেজেছে-শরতের রাণী,

গোধূলির আবির-ছটায় সন্ধ্যা-আরতিতে উমার আগমনী।

হিজলের ঘন-শাখে বনময়ূরী নাচে পেখম তুলে,

বাড়ির আঙ্গিনা সুবাসিত হিমঝুড়ি, ছাতিম, মাধবী ফুলে।

 

পাখির কলকাকলিতে মুখরিত বন-বনান্তরে,

শিশিরভেজা ভোরের দূর্বাঘাসে মায়ের হাসি ঝরে।

উলুধ্বনি, শঙ্খ, কাঁসর , ঢাকের বাদ্যে হাসছে পার্বতীর ঘরখানি,

কুমোরের হাতের স্পর্শে সাজবে মহিষাসুর মর্দিনী।

মুড়ি-মুড়কি, মিঠাই, মন্ডা, নাড়ু, লুচি, শুক্তো, পায়েস;

আবাল-বৃদ্ধ-বণিতা পেট পুরে খেয়ে করবে আয়েস। 

ধরণীর আবক্ষে জরা-ব্যাধি, অনাচার, অশুভ শক্তি যত,

মায়ের আগমনে সব জঞ্জাল হবে পদদলিত।

তমাল তলে বাঁশরিয়ার বাঁশি বাজে সুমধুর উদাসী সুরে,

মায়ের আশীর্বাদে মর্তবাসী হারাবে আনন্দের জোয়ারে।

 

ছবি-গুগল

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ