আকাশে দৌড়

আলমগীর সরকার লিটন ৭ নভেম্বর ২০২১, রবিবার, ১০:৫৩:৫৩পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

আকাশের দৌড় দেখে- দেখে
মনে হয় একটা তারাও থাকবে না
সব তারায় মাটিতে ঘর বাঁধবে;
অথচ নাকি বাতাসের গন্ধ ভারি-
নাকের সহ্য হয় না, করোনা ভাইরাস!
তবুও সূর্যের হাসি দেখে মনে হয়-
দিনের আলোকিত মুখ! সৃষ্টি থেকে
ধ্বংস প্রলয়ের সুখ- সুতরাং প্রণয়
শিখ প্রকৃতি মেঘের মাঝে-এভাবেই
চলবে জীবন থেকে আকাশে দৌড়।

২২ কার্তিক ১৪২৮, ০৭ নভেম্বর ২১

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ