অসুন্দরের গল্প

রিমি রুম্মান ২৮ অক্টোবর ২০১৪, মঙ্গলবার, ০৭:৪৫:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আমার অনুমান যদি ভুল না হয়, রাহেলা আপুর বয়স পঞ্চাশ প্লাস। অবিবাহিতা। স্বভাবগত কারনে নিজ থেকে কারো একান্ত বিষয়গুলো জানতে চাই না কখনো আমি। কর্মসুত্রে পরিচিত আপুটার সাথে আমার সখ্যতা বেশ। অমায়িক ব্যাবহার আর নিজস্ব এক ক্ষমতায় সবাইকে কেমন যেন মোহাচ্ছন্ন করে রাখতো। তিনি যখন কথা বলেন, আমি তার মুগ্ধ শ্রোতা। লাঞ্চ ব্রেকে একদিন বললেন তার জীবনের গল্প____

ছোটবেলা কিংবা বেড়ে উঠা জীবনে তার চোখ ধাঁধানো কোন জগত ছিল না। রক্ষণশীল পরিবারে বেড়ে উঠেছেন। লেখাপড়া, ভাল রেজাল্ট... এসবের পিছনে ব্যয় করেছেন সোনালী সময়গুলো। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মফস্বলের একটি কলেজে শিক্ষকতা করতেন। সে সময় ক্রস কানেকশনে পরিচয় ঢাকায় বসবাসরত রোহানের সাথে। রাহেলা আপু'র কণ্ঠস্বর, কথা বলা... এসবে মুগ্ধ রোহান পৃথিবী ওলট-পালট করে দেয়ার মত করে ভালবাসলো। রাহেলা আপুর ভাষায়___ "সে এক "দুর্দান্ত প্রেম" ছিল আমাদের। ঘোর লাগা সময়ের মধ্য দিয়ে পেরিয়ে গেছে তিনটি বসন্ত।" রোহান দেখা করতে চায় যে কোন দিন... যে কোন সময়... যে কোন স্থানে। কোন এক অজানা আশংকায় রাহেলা আপু রাজী হয়নি এতদিন। অবশেষে রোহানের জেদের কাছে হার মেনে সম্মতি দিয়েছেন।

ফোনে কথা শুনে শুনে আচ্ছন্ন হয়ে থাকতো যে রোহান, দেখা হবার পর... রাহেলা আপু'র ভাষায়___" গোধূলিবেলার রক্তিম আলোটুকু যেমন দ্রুততার সাথে মিলিয়ে যায়, তার চাইতেও দ্রুততার সাথে মিলিয়ে গেলো রোহানের মুখের উজ্জ্বল হাসিটুকু___ যখন দেখা হলো আমাদের।"

আমি বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকি ! অনেক বছর আগের স্মৃতিতে ফিরে যাওয়া রাহেলা আপু'র বিষাদময় মুখখানার দিকে। বললেন, "মোহ বলো, মুগ্ধতা বলো... দূরত্ব কমলে সবই উবে যায়।"
দেখতে অসুন্দর বলে সেই দিনের পর ওপ্রান্তের ফোন আর রিসিভ করেনি জগত এফোঁড়-ওফোঁড় করে দেয়া ভালোবাসার মানুষটি। আকাশসম বিষণ্ণতা আর অভিমানে নিজেকে শামুকের মতো গুটিয়ে রাখেন আপুটি। এরপর তিনি আর কারো করুনার পাত্রী হয়ে থাকতে চাননি, তাই এই একাকী পথ চলা...

তার গল্প আমার ভেতরে একরকম হাহাকারের জন্ম দেয় যদিও, তবুও আমার ভাবতে ভাললাগছে যে... বর্তমানের রাহেলা আপু অনেক বেশি আত্মবিশ্বাসী...

একজীবনে মানুষের সব চাওয়াগুলো পূর্ণতা পায়না জানি। তবুও বলি,বাহ্যিক সৌন্দর্যই কি সব ? ক্ষণস্থায়ী সৌন্দর্যের পিছনে ছুটে চলা মানুষগুলো কখনো ভাবে না___মানুষের অন্তর্গত সৌন্দর্যই আমাদের চারপাশ আলোকিত করে রাখে প্রতিক্ষন... প্রতিদিন... যুগ যুগ...

শুভকামনা সবাইকে...

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ