আমার দেশের শিক্ষা ব্যবস্থা বেকার তৈরির কারখানা। জীবনের গল্পটা অন্য হতে পারতো, অন্য অনেক রকম হতে পারতো কিন্তু এখন গল্প একটাই বেকার।

বেকারত্ব সমস্যা ?

সবচাইতে বেশি সময় মেহনত করে তার ফল সবচাইতে কম পাওয়া জায়গাটাই হল শিক্ষা ব্যবস্থা।
কথাগুলো কেন বলছি আপনি একবার চিন্তা করে দেখুন। আপনার জীবনে প্রথমে মেধা ক্ষয় করলেন, তারপর জীবন থেকে 20 বছর ক্ষয় করলেন। তারপর আপনার সুন্দর চুলগুলো ক্ষয় করলেন। আপনার পায়ের তলা বারংবার ক্ষয় করলেন।
তবুও কিছুতেই কিছু হচ্ছে না। এই হচ্ছে আমাদের শিক্ষা গ্রহণ করার ফলাফল।

আপনি বলবেন অনেকেই ভালো কিছু করছে। অনেকেই ভালো কিছু করছে না?
ভালো কয়েকজন ভালো কিছু করছে।

তাহলে কি আমরা কিছুই করছি না ?
আমরা কিছুই করিনি ?

একটা হেলপার দুই বছর গাড়িতে থাকলে পরবর্তীতে সুপারভাইজার রূপান্তরিত হয়। একজন কৃষক 5 বছর ভালো ফসল চাষাবাদ করলে ভালো চাষী হয়। একজন সাধক 1 যুগ সাধন করলে সাধু হয় অমরত্ব লাভ করে।

আর একজন শিক্ষার্থী 20 বছর পড়াশোনা করলে বেকার হয়, বেকারত্ব লাভ করে।

আপনি অনেকক্ষণ ভেবে দেখবেন, পড়াশুনা না করা মানুষগুলো দীর্ঘদিন বেঁচে থাকে, কম পড়াশুনা করা মানুষদের মাথায় সুন্দর চুল গুলো টাকপূর্ণ থাকে।

অশিক্ষিত মানুষগুলোর পায়ের চটি জোড়ার সংখ্যা সবচেয়ে কম হয়ে থাকে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ