অম্লান স্মৃতি

মনির হোসেন মমি ২৯ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ০৮:৪৮:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য

আজ তুমি কত দূর!কতোটা বছর পেরুলো
দেখিনি তোমায় ওগো প্রিয়া,
এক দিন ছিলে কতটা কাছে,ছিলে কতটা আলিঙ্গনে
সবিই বুঝি সময়ের তরে হলো অদেখা।

পৃথিবী ঘুমিয়ে আছে,আছে ঘুমিয়ে মানব জন
ঘুম নেই,ঘুম যে আসে না দুচোখে আমার
শয়নে নয়নে ভাসে ব্যার্থতার ছবিগুলো
যে ছিলো কত আপণ সে আজ কতো না দূর।।

আজ তুমি কত দূর কতোটা বছর পেরুলো
হয়নি কথা তোমার সনে ওগো প্রিয়া,
অথচ এইতো সে দিন মনে হয়,না হলে কথা একদিন
জীবনকে করতে কতো না অবহেলা ওগো মন মণিয়া।

জানি বিধাতার লিখন যায় না খন্ডন
তবে কেনো স্বপ্নের রঙে সাজালেঁ গরীবের এ কূঁড়ের ঘর
দিয়েছিলে বাড়িয়ে দুহাত,নিয়েছিলেও শপথ!
আসুকনা যত ঝড় হবে নাকো কখনো,কভূ মোরা পর।।

আজ তুমি কত দূর!কতোটা বছর পেরুলো
আমারি মতন পড়ে কি মনে আমায়!
পারিনি আমি আজও ভুলতে,কি কারনে কেনো বা তোমায় হারালাম!
কারন খুজেঁ না পাই;
তবুও তোমাকে খুজিঁ রাতের গভীরতায়।

অনেকে বলে বয়সের শেষ বেলায়
স্মৃতির চাপে সব স্মৃতিই হালকা হয়ে যায়
কষ্টগুলো আর আগের মতো ব্যাথা দেয় না
আমার হয়েছে সব উল্টো!
কষ্ট আরো বাড়ে তোমার ভাবনায়।

ছবি:অনলাইন

 

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ