অমিত আর লাবণ্যের কথোপকথন

আরজু মুক্তা ২ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৯:৪১:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

অমিত : হ্যালো! লাবণ্য বলছো?

লাবণ্য : কণ্ঠস্বর কি ভুলে গেছো?

অমিত : না, একদম নয়।

লাবণ্য : কতোদিন পর ফোন করলে?

অমিত : আট বছর!!

লাবণ্য : কেমনে ভুলে ছিলে?

অমিত : তোমার উপস্থিতি আমি বুঝতে  পারি। ঐ পুব আকাশে সূর্য যখন আলো ছড়ায়। তখন তুমি বৃষ্টির ছোঁয়া হয়ে আসো। আমায় স্পর্শ করো। আর ---

লাবণ্য : আর কি?

অমিত : যখন মৃদুমন্দ বাতাস এসে আমার চোখ দুটোতে দোলা দেয় ; তখন বুঝি, আমি জড়িয়ে ছিলাম তোমায়।

লাবণ্য : তাই বুঝি?

অমিত ; হুম! আচ্ছা----

লাবণ্য : আচ্ছা কি?

অমিত : এখনও কি খোলা চুলে বারান্দায় দাঁড়ালে অবাধ্য বাতাস,  তোমার চুলগুলো এলোমেলো করে?

লাবণ্য : আমি তো আরও ইচ্ছে করেই দাঁড়াই।

অমিত : তাহলে চুল বাঁধো না?

লাবণ্য : বাঁধবো কেনো?  ঐ চঞ্চল, উতালা বাতাস, এই চুলের আনমনা করা সুবাস তোমায় পৌঁছে দেয়।

অমিত : ঠিক বলেছো। তখন উদাস হয়ে যাই।

লাবণ্য : আজ রাখি।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ