অভিমানী পারিজাত।

রিতু জাহান ৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৯:৫২:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

১.
যদি বলো বিষন্ন এর প্রতীক এ মুখচ্ছবি
তবে,
শিউলির দিকে ফিরে দেখ অপলোক।
সেখানে স্বর্গের শোভা মিশ্রিত পারিজাতিকার আলেখ্য এক প্রেম লুকানো।
যা চির অভিমানে রুণিনীর বাগানে ফুটে ওঠে সুগন্ধ ছড়ায়
সূর্যের জন্য প্রেমে অপ্রেমে।
২.
তোমার মিথ্যে অপেক্ষার একটি পথ ধরে হেঁটে গেছি যতোবার
তোমার কথায় কথার ছলে খেই হারিয়েছি ততোবার।
এ কাজ ও কাজ কতো কতো কাজ!
সশস্ত্র সব পাহারাদার তোমার দাঁড়িয়ে থাকে ঠায়।
আমার পথের সে সময়, পথেই চলে যায়।
মিথ্যে সে প্রতিশ্রুতির অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকা এ পা
আজ ক্লান্ত, বড় ক্লান্ত।
এ মিথ্যে প্রতিশ্রুতির আড়ালে লুকানো চরম অবহেলা
শিশিরকণার মতো খসে পড়ে।
অথচ সেখানে আমি এক নীল আকাশ ও নীল সমুদ্র সমান ভালবাসা খুঁজি।
৩.
ভূমি পথ মেলে ধরে পরম যত্নে পথ চলার
পাহাড়ি ঝরনার সাথে নদীর জলের এই যে প্রেম
এ প্রেমে চলার পথ তো এখানেই উন্মুক্ত
আগলে রাখি শুধু আমি তা ঘাট বেঁধে।

,,রিতু,, কুড়িগ্রাম
৪.১২.১৮.

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ