অভিনয়-শৈলী

সুপর্ণা ফাল্গুনী ১ মার্চ ২০২০, রবিবার, ০৪:১৫:৩০অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

ভাবনার রঙ্গমঞ্চে কত অভিনেতা-অভিনেত্রীরা
অভিনয় করে গেলো হাসি-কান্না ঝরিয়ে।
অভিনয় শেষে যে যার গন্তব্যে-
চলে গেলো সময়ের স্রোতধারায়।
নদী আর সময় কারো জন্য নয়,
কেউ হয়তো -একটু আগের প্রিয়জন;
একটু পরে নিমেষেই হতে পারে অন্য একজন।
পথ চলতে চলতে নিত্যদিন-
কত জনের সঙ্গে ভাবের আদান-প্রদান হয়,
চেনা-জানা হয়-
তারা কি সবাই চিরকাল মনের আয়নায় প্রতিফলিত হয়?
প্রায় সবাই হারিয়ে যায়-
জীবনের ঘূর্ণায়মান চাকার তালে তালে।
যেমন নদীর দু'তীর আর
রেলের দু'টি লাইন বহে সমান্তরালে।

দু'একজন থেকে যায় তাদের আপন মহিমায়,
হৃদয়ের কোন এক অন্ধ গলিতে।
চোখের সামনে যা ধরা পড়ে-
সেটাই তখন জীবন, মুখ্য বিষয়।
অন্যসব হয়ে যায় তখন অজানা, অচেনা।
অভিনয় কিছুক্ষণ মানুষকে বাস্তবতা থেকে-
সরিয়ে নিয়ে যায়,এর বেশী কিছু নয়।
অভিনয় শেষে আবার যার যার ভাবনা তার কাছে।
এমন অভিনয়-শৈলীতে মুগ্ধ আমি।
সবাই চলে গেছে তাদের নিজ ভাবনায়,
নিজ দায়িত্বে, কাজের ব্যস্ততার ভীড়ে ।
নিরাশার জীবন,রিক্ততায় পূর্ণ মন নিয়ে কেউ কেউ বাঁচে ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ