অবোধ্য পাপ-পূণ্য

সুপর্ণা ফাল্গুনী ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ১২:০০:১২পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

সপ্তপদী বাঁধনে বাঁধা পড়েনি গূঢ়-জীবাত্না;
তাইতো দ্বিরাগমন ঘটেনি বসুমতীতে ।
ক্রন্দন সুর ভেসে ওঠে ভিসুভিয়াসের জ্বালামুখে,
কশেরুকা বাঁধন খুলে দেয় বিচ্ছেদের অনলে।
সপ্তপদী বাঁধনে শতভুজদৈত্য জন্ম নেয় আকাশদেবতার ঔরসে;
কাম-লালসার অবৈধ ফসল রূপের রানী জন্ম নেয় নিমোসিনের গর্ভে।

পাপ-পূণ্যের হিসাব আজো অস্পৃশ্য, অবোধ্য;
স্বচ্ছ কাঁচের টুকরো বুকে বিঁধে-
নিষ্পাপ হৃদয় ক্ষতবিক্ষত, রক্তাক্ত চূর্ণ-বিচূর্ণতায়।
অশ্রুধারায় কোন রঙ এঁকে যায় অচ্ছ্যুত পরদেশী?
পাপের কণা কোথায় বসত গড়ে,
পূণ্য আসে কোন আলোকবর্ষ থেকে?
অন্তরীক্ষের দ্বার খুলে নেমে আসুক অংশুমৎ-প্রপাত,
সেই ধারায় ভেসে যাক শূচি-অশুচির সমূল,
সাদা-কালোর হিসাব-নিকাশ।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ