অবাঞ্চিত স্পর্শ

হালিম নজরুল ১৩ এপ্রিল ২০২০, সোমবার, ০২:১৩:৫৫অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

কি কল্যান ঈশ্বরের!
লোভনীয় সুরত পেয়েছে রমনী।

লোলুপ দৃষ্টি পড়ে ছাদ থেকে, চাঁদ থেকে।
কামনা হয় আকাশের, পাতালের।

সকলেই স্পর্শ করে দেহ; মন নয়।
কামনা করে সবাই, বাসনা হয় না কারো।

যে জলে তৃষ্ণা মেটায় সবাই
তার ক্ষুধা নিবারণে পা বাড়ায়না কেউ।
এই বাঁচে, এই মরে,
বড্ড খাবি খায় সখিনা।

---------------------0 0--------------------

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ