অপূর্ব সাজ

ছাইরাছ হেলাল ২১ অক্টোবর ২০১৪, মঙ্গলবার, ০৭:২৬:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

অবহেলে অযতনে পথে পড়ে থাকা জীর্ণ-শীর্ণ লবেজান বাক্সটি কেড়ে নয় শিল্পীর দীঘল চোখের খেয়ালি মন,
হাতে তুলে নিয়ে রঙের প্যালেট,ভাবে চালাবে ঝাড়পোছ,চড়াবে রঙের পরত এধারে-ওধারে,ভাসবে ভাসাবে রঙের বন্যায়।
লাল ফিতে বাঁধা বেণী দুলিয়ে বাক্স ভাবে,যাক বাবা হিল্লে তাহলে এবার হয়েই গেল। সাজব এবার রঙের বাহারে,
অন্তহীন নবীনতায় অপূর্ব সাজে,দেখব নিজেকে রঙের আয়নায় ঘুরে-ফিরে,কাছে থেকে দূরে বসে,হেসে উঠবো শিউলি ঝরিয়ে।

কথা রাখেনি রাখে না শিল্পী,ব্যস্ত-সমস্ত কাল কাটে নিজ মূর্তি হাতে,শতত ব্যস্ত সে নিজ চোখের রঙ সাজাতে।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ