অপারগতা (প্রতিযোগিতা)

নীহারিকা ২৫ মার্চ ২০১৭, শনিবার, ১১:৫৯:৩২অপরাহ্ন রম্য ৪০ মন্তব্য

প্রিয় সোনেলা,

কি আর কমু দুক্কের কতা। এতদিন চেষ্টা কইরাও একখান চিডি ল্যাকতে পারলাম না। আইজ শেষ রজনীতে ১২টা বাজনের আগেই একটা কিছু লেখমু বইলা বইসা রইলাম কিন্ত লাভ হইতেছে না। বার বার ঘড়ি দেখি, কয় মিনিট বাকি কিন্ত ল্যাখা যে আসে না। মাথা ভোঁ ভোঁ করতেছে, পেট গুড় গুড়, শরীর ঘামতেছে টেনশনে। এর মধ্যে অন্যদিকের ডাক আসলে সময় নষ্ট! তার মইধ্যেই কারেন্ট গেলো দুইবার। শুরু হইলো মশা মামাদের ঈদ উৎসব। কইলাম, "বাবা কারেন্ট, যাওনের আর টাইম পাইলা না? আমার পেটখান কিলিয়ার কইরা রাইত ১২টার পরেই যাইতা।" কে শোনে কার কথা! আফসোস! এত বড় কম্পিটিশনে একখান চিডি দিতে পারলাম না।

কি আর করা। যোইগ্যতা না থাকলে কেউ কি কিছু পারে? ল্যাখা সবাইরে দিয়া হয় না, যেমন হয় না ছাগলরে দিয়া হাল বাওয়ানো। থাক, কিছু যখন ল্যাকতেই পারলাম না তখন যারা লেকছুইন তারার লাগি শুভকামনা। আর মাত্র কয় মিনিট বাকি। টিক টিক টিক টিক..... সেকেন্ডের আওয়াজ কলিজায় গিয়া লাগতেছে......

তাইলে আর কি। আফসোস নিয়া আইজ তাইলে আসি। ভালো থাইকো তুমি।

ইতি

সোনেলার একজন অ-লেখক

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ