অন্য পথিক।

ইকবাল কবীর ৪ জুন ২০১৬, শনিবার, ১০:০৯:০৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমি ব্যাথাতুর চোখে ঠায় ছিলেম দারিয়ে।

তোমার বিষাক্ত স্মৃতির পেয়ালা হাতে,

আমার কম্পিত নীরবতায় কিছু না বলা শব্দের আকুতি

হাতরে বেরায় নিষ্প্রাণ ভালবাসার মহাকাব্য।

আমি স্বপ্নের বাগিচায় দারিয়ে দেখেছি পরাজয়,

মধ্যরাতের পেঁচার আত্মচিৎকারে শুনেছি

নিশাচরের ভাষাহীন ব্যাদনা সঙ্গীত।

স্বপ্ন দেখিনা এখন আর আমি, স্বপ্নমানুষ

দিগন্তের ওপারে নতুন আকাশের অন্য পথিক।

 

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ