অন্ধকারের দেবী

হালিম নজরুল ৩ জুন ২০২১, বৃহস্পতিবার, ০৯:৪৭:১৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

অবশেষে তুমি এলে গভীর এক রাতে,

খোঁপায় কৃষ্ণচূড়া পুর্ণিমা হাতে।

জগতের সবচেয়ে রূপ, রস,আর

মেলে দিলে যৌবন-প্রেম সমাহার।

সময় পুড়িয়ে যতোই উর্বশী সাজো,

হয় না তো তাতে এক পয়সার কাজও।

আন্ধার রাত্রির প্রতি ভাগে ভাগে,

জোস্না ও জোনাকিকে একইরূপ লাগে।

ললনা ও ছলনাতে ভেদাভেদ নেই,

সবাইকে একই লাগে আলো হারালেই।

------------------------0 0-----------------------

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ