সুনসান পথ জুড়ে লাশকাটা ঘরের থমথমে ঘোর

নির্জীব রোদের দুপুর ছোঁয় অবিন্যস্ত রুক্ষ চুল,ঝাপসা লোনা জল

বিষণ্ণতার বুক ছুঁয়ে অবিশ্বাসের ঝলকানো তরবারি, সুখী জল এফোঁড় ওফোঁড়।

অবিশ্বাসের ছাইচাপা তেজ, দুর্নিবার দাহ, অনিঃশেষ উপেক্ষা

বীপরীতে নিশ্চিত আশ্রয়স্থলে ঘনঘটা মেঘের।

তোমার উঠোনে ঝুম বরষায় ভিজে ভিজে অপেক্ষা ,

উপেক্ষা দিলে দিও ,শুধু তুমিই দিও।

- শুধু ছুঁয়ে দিলেই হয়ে যাই আশ্বিনের মেঘ, ঝুল বারান্দায় দোল খাওয়া একলা বাতাস ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ