অন্ধকারের ঘ্রাণ!

ছাইরাছ হেলাল ৬ মে ২০১৪, মঙ্গলবার, ০৮:৩৪:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩৭ মন্তব্য

চিক্‌চিকে চন্‌মনে ছন্‌ছনে কড়কড়ে প্রেমিক প্রবর,তিষ্ঠ ক্ষণকাল ।
=============================================================

তালা দিয়ে চাবি খুলে নয় , নিবিড় চাবি দিয়েই তালা খুলে দেউড়ি পেরিয়ে দেউলে ঢুকতেই গাঢ় মসৃণ প্রবল প্রতিরোধী ঢেউ তুলে প্রতিরোধ ঘন আঁধারির পক্ষ থেকে। কাঁধের বেমক্কা ধাক্কায় সব কিছু বেসামাল করে দখলে নিলাম দেউলের অন্ধকারের বক্ষপুট। স্থির ঝুলে থাকা চকমকে প্রগাঢ় অন্ধকারের মুখে ঝুলে আছে ক্রুর হাসি।রুদিত নয়নে সুগন্ধি বক্ষে চিরন্তন এক চিলতে বিকিকিনির বিলোল কটাক্ষের বিচ্ছিরি বিচ্ছুরণে রূপোপজীবিনী অন্ধকার। ছাঁদের আঁকশিতে ঝুলে বাতাসে ঠুনঠুন শব্দ তুলছে দশাসই বাঁদর,দুর্ধর্ষ দুর্বিনীত প্রেত,দুরোদর ,নাগা নর-কঙ্কাল অন্ধকার। অন্ধকারের সুদূর সুঘ্রাণ স্থির থেকে স্থিরত্বর হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে স্তব্ধ মধুর চঞ্চলতায়। মুখে ফেনা তোলা ঘোড়ার পিঠে অশ্বারোহী(অন্ধকার) বিস্ময়ের মন্ত্রমুগ্ধ রোমাঞ্চকর উত্তেজনায় কাঁপছে। মহাড়ম্বরে ঝরে পরছে ফোটা ফোটা অন্ধকার,রক্ত-লাবণ্যের মনভূমে ।

হঠাৎ,কি জানি কী ভেবে ঢক ঢক করে প্রাণপণে গিলে ফেললাম অন্ধকারের হলাহল নীলকণ্ঠের কথা ভেবে। নয় কোন অমরত্বের লোভে,নয় কোন অমরাবতীর আশায় বা নয় কোন ভালোবাসার ছলে। শুধু সাধ,হারিয়ে যাবার এই তুমুল বিপুল সীমাহীন অন্ধকারের মাঝে।
যন্ত্রণায় ডাকিনি দুর্গা মাকে স্তন্য পানের আশায়।
=============================================================
প্রবল সতর্কতা ,
ভুল করে কেউ যেন ভেবে বসবেন না , আমি ‘মশাই’ এর কথা ভেবেছি বা ভাবছি ।

0 Shares

১৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ