সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটা এবং খাওয়া-দাওয়ার পরিকল্পনা নিয়ে বসুন্ধরায় গিয়েছিলো পরিবারটি। কিন্তু বিধিবাম ! ঢুকার সময় প্রচণ্ড ভিড়ে টিনএজ কন্যাটির কোমরে অনাকাঙ্খিত স্পর্শ তাদের সেই আনন্দ নষ্ট করে দেয়। কন্যাটি ক্রোধে-ঘৃণায় প্রতিবাদী হয়ে উঠে। উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা অসহায় বাবা মান-সন্মানের কথা ভেবে মেয়েকে শান্ত করতে ব্যস্ত হয়ে উঠেন। বিশ্ববিদ্যালয়  শিক্ষায় শিক্ষিত মা মেয়েকেই দোষারোপ করেন এই বলে__ "বোরখা/হিজাব পড়লে এমন ঘটনা ঘটানোর সাহস পেতো না। এরই মাঝে অপরাধী "সরি" বলে দ্রুত স্থান ত্যাগ করে।

সামাজিক এসব অপরাধীরা এভাবেই পার পেয়ে যায় আমার দেশে।

অথচ সর্বোচ্চ খোলামেলা চলাফেরার দেশ এই আমেরিকায় প্রচণ্ড ভিড়ের সময়টাতেও দেখেছি বাস-ট্রেনে মানুষজন কতটা ভদ্র, সংযত হয়ে দাঁড়িয়ে থাকে।

এমন অসুস্থ, অমানবিক, অনাকাঙ্খিত উৎপাত আমার স্বজনদের সইতে হবে আর কতকাল... জানিনা

সুন্দর,আনন্দময় ভাবে শুরু হওয়া দিনটি  দুঃখজনক চরম এক তিক্ততার মাঝে শেষ হওয়া পরিবারগুলোর প্রতি সহানুভুতি...

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ