অনবদ্য কাঁচের পরী

ছাইরাছ হেলাল ৪ মে ২০১৭, বৃহস্পতিবার, ১০:৩৭:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

স্বপ্ন জানো, অকস্মাৎ উড়াল জানো,
নিঃশব্দ দ্বৈরথের স্মৃতি জানো-না
তা-কী হয়!
ছায়া হয়ে সন্ন্যাস-গামী হই, সন্ন্যাস নেই,
কৈ, সন্ন্যাসী হতে-তো পরি না,

খর-চোখের আরশিতে-ও ঐ আর্যমুখ ভেসে ওঠে
ঘুম পালিয়েছে একলা ফেলে,
এই বিজু বনে।

খুব মনে পড়ে তাকে, পড়ুক বেশি বেশি করে
পড়তেই থাকুক, মনের গহীন গভীরে
অনন্ত না-সুখেও পারিনি ভুলে যেতে,
অনির্ণীত থেকে যায় তৈলাক্ত বাঁশে বানর-মারপ্যাঁচ
আর সীতানাথ বসাক!
মুখরা রমণী বশীকরণ! কে করেছে কবে কখন!
কে সে রঙ্গনাথন!!

প্রত্নবিদ্যার ছাত্র নই,
খুড়ে ফেলব তাবৎ বই;
ডায়েরীর ভাঁজে রেখে যাওয়া চুল দেখে
কুষ্ঠি নেব মিলিয়ে, ইউরেকা বলে!

ধীরে-বহা শান্ত-নদী আজও শুধুই খুঁজি;

 

লেডি-গুরু কে!!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ