অণু-ভাবনা

নীলাঞ্জনা নীলা ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৯:২৩:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য

🙁  আলনার মতো পরিপাটি জীবন
জ্যামিতিক চিত্রের মতো গুছিয়ে রাখা
পাশে ওয়ার্ডবোর্ড
প্রথম ড্রয়ারে রহস্য
দ্বিতীয়টিতে প্রলোভন,
তৃতীয়টিতে হাতছানি
সব শেষেরটিতে ছিন্ন-ভিন্ন মন।
সেই একই কক্ষে সেগুণ কাঠের আলমিরা
এলোমেলো, অবিন্যস্ত।
ওখানে সাজানো কেবল টুকরো টুকরো দীর্ঘ নি:শ্বাস।

-{@   -{@    -{@    -{@    -{@    -{@    -{@    -{@

(3  একটু উষ্ণতার জন্যে রোদ্দুর ছুঁতে চেয়েছিলাম
সম্পূর্ণ মনের ভেতর ফোস্কা পড়লো
এন্টিসেপটিক তোমাকে হাতে নিতে গিয়ে দেখি ,
তারিখ পেরিয়ে গেছে অনেক অনেক দিন আগেই।

-{@    -{@    -{@     -{@    -{@    -{@    -{@    -{@

(3 অভ্যস্ত কাঁপুনিতে জমে যাওয়া হাত
অক্ষরের কারুকাজ করে
স্পর্শকাতর স্ক্রিনে,
এখানে 'তুমি' আছে।
তার মানে মাইনাস ডিগ্রীর ভেতর উষ্ণতা আছে।
**প্রয়োজন নেই গ্লাভসের ভাঁজে আঙুলের আদর পাওয়ার...

-{@    -{@    -{@    -{@    -{@    -{@    -{@    -{@

🙂  নষ্ট আমি, নষ্ট নারী
নষ্ট আমার কাব্য
ইচ্ছে কেন হয়না তবু
হতে তেমন সভ্য!
==========================

##একেকটি সময়ে একেক ভাবনা। প্রথমটি এলোমেলো আলমিরা দেখে, গোছাতে গিয়ে। দ্বিতীয়টি রান্নার সময় তেল পড়ে বিশাল বড়ো ফোষ্কা পড়ার পর। তৃতীয়টি তিনদিন আগে প্রচন্ড ঠান্ডার মধ্যে গ্লাভস ভুলে ফেলে গিয়ে হাতের বারোটা। চতুর্থটি ১৯৯২ সালে কোনো এক নারীকে দোররা মারার খবর সংবাদপত্রে পড়ার পর। প্রথম দুটি হ্যামিল্টনে বসে হলেও ২০১২ সালে লেখা, আর শেষেরটি দেশে। আজ এখানে এখন ফ্রিজিং রেইন হচ্ছে। তুষার ঝড়ে জমে গেছে মনও। টেম্পারেচার আজ মাইনাস ডিগ্রীতে।  ^:^

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ