সুরানার বাঁচা মরা

দালান জাহান ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:৩৩:০৮অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

চুঞ্চিত আঁধারে ধরে গুচ্ছ গুচ্ছ প্রাণ
উড়ে যায় সুদিনের সবুজ পাখি
ওদিকে মরা নদী হাক ছাড়ে
লোহার বেষ্টনীতে বন্দি হৃদয়
সকালে বিকেলে হাহাকার ঝরে
ভালোবাসার মতো নিষ্ঠুর আদরে
মরে যায় কেউ কেউ
কেউ কেউ আবার হত্যা করে।

সুরানা তুমি কোথায় দেখেছ
এমন মানব জন্ম
জন্মেই যে সন্তান মা'কে ভক্ষণ করে
বস্তুত মানুষ জন্মে একবার
অথচ শুধু বেঁচে থাকার জন্য
বার বার মরে বার বার মরে।

দালান জাহান
২১.০২.২০
সখিপুর।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ