শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু
নিরলে তোমারে পাইলাম না।।
আমার মনে যত দুঃখ ছিলরে, বন্ধু
খুলিয়া কইলাম না।

ফুলের আসন ফুলের বসনরে,
আরে ও বন্ধু, ফুলেরই বিছানা।।
(ও তোমার) হৃদকমলে চুয়াচন্দন রে বন্ধু ছিটাইয়া দিলাম না
নিরলে তোমারে পাইলাম না।

ক্ষীর ক্ষীরিয়া মাখন ছানারে,
আরে ও বন্ধু, রসের ও কমলা।।
(ওই আমার) দুই হস্তে চান্দ মুখ রে বন্ধু তুলিয়া দিলাম না
নিরলে তোমারে পাইলাম না।

ভাইবে রাধারমণ বলেরে, আরে ও বন্ধু
মনে যেই বাসনা।।
(ওরে) তোমারও পিরীতে আমায় রে বন্ধু নিরাশা কইরো না
নিরলে তোমারে পাইলাম না।

ফাতেমাতুজ্জোহরা অসাধারন কন্ঠে গানটি শুনুন ।

রাধারমনের পূর্বের পোস্ট

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ