রূপকথা……২

ছাইরাছ হেলাল ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ০৬:১৭:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

ঘুম, তুমি ঘুমাও, আমি জেগে থাকি।
রাত্রিময় অঘুম সুনসানের এ দেশে, এ পাশ ও পাশ করে, নিঃশব্দে ঘুমের অমর্ত্য রাগিণীর তান ছুঁয়ে এঘর ওঘর করি, ঘুমানোর চেষ্টায়, স্বপ্নোত্থিত স্বপ্নের শেন্যসম দৃষ্টিভয়ে জেগে থাকি, জেগে জেগে সকাল দেখি, আবার ঘুমিয়ে পড়ি ঘুমহীন ভাবে,
নাকডাকা বিগত যৌবনা স্বপ্নঘোর স্বপ্নভোরের নিকুচি করি, ভয় পেয়ো না ঘুম, ঘুমাও, এসেছি, আসবো আবার আকাশী সিঁড়ি বেয়ে। দুষ্টু ভীষণ কিচিরমিচিরের চড়ুই ঘুম, কতবার দিয়েছি হুস হুস, হয়নি কিছু কাজের কাজ, ফিরে ফিরেই আসে, ঘুম ক্রমাগত মেপে মেপে চলে আপনার একান্তে, দেশ থেকে মহাদেশে, অন্ধ চলাচলের প্রেম বয়ে যায় আমৃত্যু।
বুড়ো হাবড়াদের ভীমরথী কবিতায় ভর করে, যা পারেনি তা পারতে; বেপথু হয়ে আসে ঘুম ভাঙ্গাতে, স্বাপ্নিকের ঘুমের দেশে অজস্র বিকট বিমর্ষ ধুন্ধুমার কাকতাড়ুয়া ঘোরদুপুরের ঔদাস্যে,
হে মধ্যরাতের তামাটে প্রহরের শয্যাশায়ী ঘুম-- লেবু পানি, রোদজল বা কমলালেবুর রস চাই? পাবে তো তা অবশ্যই, তবু ঘুমাও নিশ্চিন্তপুরে; কোমল অনল পানে ডুবেও চোখ মেলেই রাখি।
ঈশ্বর প্রকাশ্যে হাসেন, দিনের শেষে রাতের প্রহরে!!

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ